আসসালামু‘আলায়কুম।
সাবাই কেমন আছেন ? আশা করি মহান আল্লাহর রহমতে ভাল আছেন। তাছাড়া ঈদের আনন্দত সবার ঘরে
ঘরে আছে। তারপরেও আপনাদেরকে আমার পক্ষ থেকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাই।ব্লগিং
জগতে ব্লগারদের এক মনোরম পরিবেশ যদি ব্লগে পোষ্ট শেয়ার করতে পারে। ওয়ার্ডপ্রেস ব্লগে
পোষ্ট লেখা সহজ হলেও ব্লগস্পট ব্লগে একটু ভিন্ন। তাই নতুনদের জন্য পোষ্টি শেয়ার করলাম।
এবার দেখুন আপনি পোষ্ট যে ভাবে করবেন।
তার
আগে একটি কথা । আপনার নিজের তৈরী করা ব্লগে পোস্ট করতে চাইলে তা সাইন ইন করলে ব্লগ
টি সরাসরি দেখতে পাবেন। কিন্তু অন্যের ব্লগ হলে তা পারবেন না । তার আগে আপনাকে ব্লগটি
এডমিন বা লেখক সদস্য হতে হবে। তার জন্য ঐ ব্লগের প্রশাসনের কাজ থেকে বা ব্লগের এডমিন
এর কাজ থেকে আমন্ত্রণ মেসেস পেতে হবে। মামন্ত্রণ মেসেস আপনার জি-মেইল এ পাঠালে সেটি
ওপেন করুন তারপর নিচের চিত্রের মত দেখবেন একটি আমন্ত্রণ লিংক আসছে সে লিংক এ ক্লিক
করে আমন্ত্রণ গ্রহণ করুন বা ব্লগে এক্টিব হন। এবার আপনি পোষ্ট করা যেভাবে শুরু করবেন---
সর্ব
প্রথম আপনাকে এই ঠিকানায় (www.blogger.com) যেতে হবে। তার পর নিচের চিত্রের মত ইউজার
নেম এর ঘরে আপনার জি-মেইল আই.ডি এবং পার্সওয়ার্ড এর ঘরে আপনার জি-মেইল পাসওয়ার্ডটা
দিয়ে সাইন ইন করুন। তারপর ব্লগটি দেখতে পাবেন। সেখানে নিচের চিত্রের মত নতুর পোষ্ট
লিখুন বা কলমের মত চিহৃটিতে ক্লিক করুন। তার পর নিচের চিত্রের চিত্রের মত আপনার সামনেিএকটি
পর্দা এসে হাজির হবে। চিত্রটি লক্ষ্য করুন।
পোষ্ট
লেখার আগে পোষ্ট মেনুবার এর কাজ কি তা দেখুন। নিচের চিত্রটি লক্ষ্য করুন।
১।
আপনার লেখা বড় ছোট করবে চাইলে সেখানে ক্লিক করে করতে পারবেন।
২।
লেখার ধরণ কিভাবে রাখবেন কা নির্ণয় করুন।
৩।
লেখা মোটা করতে ।
৪।
লেখাকে বাকা করার জন্য।
৫।
লেখার নিচে লাইন টানার জন্য
৬।
লেখার মাঝ ভাগে লাইন টানার জন্য।
৭।
লেখার রং পরিবর্তণ
করার জন্য।
৮।
৯।
লেখার ভিতর কোন সাইটের লিংক যুক্ত করতে। (লিংক)
১০।
পোষ্ট এর মধ্যে ছবি যুক্ত করতে।
১১।
পোষ্ট এর মধ্যে বিডিও যুক্ত করতে।
১২।
পোষ্ট ভাঙ্গানোর জন্য। যেমন ১পৃষ্টা লেখার মধ্যে অর্ধেক দেখা যাবে আর অর্ধেক দেখার
জন্য ‘আরো পড়ুন’ বা Read more লিখাতে ক্লিক করুতে হবে।
১৩।
লেখা বা ছবি ইত্যাদিকে আপনার পোষ্ট বক্স এর ডানে, বামে, মাঝখানে এবং সমান করতে পারবেন।
১৪।
লেখা বা লাইনের আগে নম্বর যুক্ত করতে পারবেন।
১৫।
লেখা বা লাইনের আগে বোলেট যুক্ত করতে পারবেন।
শিরনাম
এর ঘরে আপনার পোষ্টের মূল কথা লিখুন।
লেখুন
এর ঘরে আপনার পোষ্টের বিস্তারিত লিখুন ।
এবার
আপনার লেখাটি প্রকাশ করতে চাইলে প্রকাশ লিখানে ক্লিক করুন।
ভূলত্রুটি
হলে ক্ষমা করবেন। কারণ নতুনদের জন্য যেভাবে বুঝিয়ে লেখার কথা ছিল তা সময়ের অভাবে তেমন
ভাল ভাবে বুঝিয়ে লিখতে পরিনি। তার পরও আপনাদের কোন সমস্যা হলে আমাকে অবশ্যাই কমেন্ট
জানাবেন।
সাবাইকে
ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.